নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৮,জুলাই :: আলুর কালো বাজারী রুখতে প্রশাসনিক বৈঠক। এদিন জেলার সমস্ত হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।
জেলাশাসক বৈঠকে সকল হিম ঘর মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন কেউ যাতে আলুর মজুদ রেখে বাজারে ক্রাইসিস না করে। ডিসেম্বর মাস পর্যন্ত আলুর পর্যাপ্ত যোগান রেখে বাদবাকি যেন বাজারে নিয়ে আসে, আলুর দাম বাড়বে বলে কেউ যাতে অযথা মজুদ না রাখেন।
অন্য দিকে প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকে প্রায় ১৫ টি সরকারি আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে ও প্রায় সাতটি মোবাইল ভ্যান এর মাধ্যমে সরকারি মূল্য আলু বিক্রয় করা হচ্ছে।
মালদার বিভিন্ন বাজারের প্রায় বর্তমানে আলুর মূল্য রয়েছে ৩০-৩৫ টাকা কেজি। কিন্তু সরকারি আলু বিক্রয় কেন্দ্রে ২৬ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হচ্ছে। তাই প্রশাসনের তরফ থেকে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন বাজারে হানা দেওয়া হচ্ছে। যাতে কোন খুচরো ব্যবসায়ী আলুর দাম না বাড়ায়