এদিন বিকেলে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তথ্য মিত্র কেন্দ্রে পাট্টা প্রদান অনুষ্ঠান হয়। ভূমিহীনদের হাতে সরকারি জমির পাট্টা দেওয়ার পাশাপাশি নিখরচায় রেকর্ড করে পর্চা তুলে দেওয়া হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৭,মে :: হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ২৪ জন ভূমিহীন কে পাট্টা দেওয়া হল। এদিন বিকেলে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তথ্য মিত্র কেন্দ্রে পাট্টা প্রদান অনুষ্ঠান হয়। ভূমিহীনদের হাতে সরকারি জমির পাট্টা দেওয়ার পাশাপাশি নিখরচায় রেকর্ড করে পর্চা তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য,বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজনীন আহেমদ, পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, ব্লক সভাপতি মার্জিনা খাতুন ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যরা।

ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে ১০৪ জন পাট্টার জন্য আবেদন করেছিলেন। সমীক্ষা চালিয়ে পাট্টা পাওয়ার যোগ্য এমন ২৪ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হল।

পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজনীন আহমেদের স্বামী মহম্মদ সুভান বলেন, স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনিক আধিকারিক ,বিরোধীদল নেতা ও নেতা কর্মীদের উপস্থিতিতে এই পাট্টা দেওয়া হল। ২০২৪ সালের ৮ জন ও ২০২৫ সালের ১৬ জন ভূমিহীনকে পাট্টা প্রদান করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + nine =