এদিন রামনবমীর দিন মিছিল করে চমক দিল তৃণমূল। একেবারে চুঁচুড়া তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল পৌঁছালো চুঁচুড়ার ঘড়ির মোড়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ৭,এপ্রিল :: ২০১৯ সাল , সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কম বয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল, এবার ২০২৫।

সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি। সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান জানাচ্ছেন। দিকে দিকে এনিয়ে উৎসাহ তুঙ্গে উঠেছে।

তবে বিজেপি একাই রামনবমী উপলক্ষে মিছিল করবে এমনটা নয়। এদিন রামনবমীর দিন মিছিল করে চমক দিল তৃণমূল। একেবারে চুঁচুড়া তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল পৌঁছালো চুঁচুড়ার ঘড়ির মোড়ে।

রাস্তায় হল রাম নাম , সঙ্গে ছিল ট্যাবলো সহকারে রাম সীতার ছবি । চলল নাম সংকীর্তন হবে। সাথে পায়ে পা মেলালেন রাম সীতাও ।

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এনিয়ে রীতিমতো উৎসাহিত ছিলেন, তিনি বলেছিলেন, দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।

অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কলুষিত করছে তাদেরকে বোঝানোর জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে কোনও সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না। দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।’

এবারে করে দেখিয়ে দিলেন, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কেবলমাত্র বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীতে রাস্তায় নামবেন এমনটা নয়, এবার তৃণমূল বিধায়কও কার্যত বড় কর্মসূচি করে দেখালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =