নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: এদিন সকালে মথুরা টি গার্ডেনে একটি চিতাবাঘ ধরা পড়েছে। বয়স অন্তত ৪ বছরের মেয়ে চিতা, একেবারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে বাইরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পশুচিকিৎসক আধিকারিক সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করবার পর জানিয়েছেন, চিতাটিকে গভীর জঙ্গলে তার স্বাভাবিক আবাসস্থলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিগত এক মাসে মথুরা টি এস্টেট থেকে এটি তৃতীয় চিতা ধরা পড়ল। বন দপ্তর চা বাগান এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনও বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছে।