ইন্দ্রজিত :: সংবাদ প্রবাহ :: নিউদিল্লি :: রবিবার ৯,জুন :: শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে দল ভেঙে এনডিতে যোগ দিয়ে বিশেষ লাভ হয়নি অজিত পওয়ারের। লোকসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়ে কোনওমতে মুখরক্ষা হয়েছে তাদের।
এদিকে মন্ত্রক ভাগাভাগিতেও এনসিপিকে নাকি একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় বিজেপি। মনমতো পদ না পেয়ে বিদ্রোহের ইঙ্গিত দিল এনসিপির অজিত শিবির। দলের অন্যতম প্রধান নেতা প্রফুল প্যাটেল জানালেন, কিছুদিন দেখবেন তার পর পছন্দমতো পদ না পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাঁর এহেন বার্তায় স্বাভাবিকভাবেই জলঘোলা হতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে।
প্রফুল পটেল জানান, “গত রাতে আমাদের জানানো হয়েছিল যে আমাদের দলকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদ দেওয়া হবে। আমি আগে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলাম, তাই এটি আমাদের দলের রাজনৈতিক জীবনে অবনতির সামিল।
আমরা বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি এবং তারা আমাদের কয়েকদিন অপেক্ষা করতে বলেছে, তার পর বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে। আমরা আপাতত কিছুদিন অপেক্ষা করছি।” মোদি ৩-এর মন্ত্রিসভায় পদ নিয়ে প্রফুলের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই মারাঠা রাজনীতিতে জলঘোলা হতে শুরু করে।
সৌজন্য সংবাদ সুত্র :: সংবাদ প্রতিদিন