এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ! চাপ সহ্য না করতে পেরে ব্রেন স্টোক হয়ে মৃত্যু বিএলও-র বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ১০,নভেম্বর :: SIR এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ। চাপ সহ্য না করতে পেরে ব্রেন স্টোক হয়ে মৃত্যু বিএলও-র বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার,মেমারি থানার অন্তর্গত বোহার দুই গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় শনিবার এসআইআর- এর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্টক হয় অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদার (৫০)।তড়িঘড়ি তাকে নিয়ে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে, সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ।আর এই ঘটনায় মারাত্মক অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাঁসদা! মৃতার স্বামী তিনি জানান, “বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য। তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করছিলেন।

ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, তাকে নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে এবং রাতেই মৃত্যু হয় তার। কাজের চাপে মৃত্যু”। এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও এই প্রসঙ্গে সরকারি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =