সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: ডিসেম্বর শুরু হলেও এখনও ঠান্ডা বিশেষ পড়েনি, তবে আবহাওয়া দফতর জানাচ্ছে—আর মাত্র তিনদিনের মধ্যেই জোরদার শীত নামবে রাজ্যে।
লা নিনা–র প্রভাবের কারণে এ বছর উত্তর ভারতসহ দেশের বিভিন্ন প্রান্তে বেশি ঠান্ডা পড়তে পারে, যার প্রভাব অনুভূত হবে পশ্চিমবঙ্গেও। শীতের দেরিতে আগমন হলেও এবার তাপমাত্রা দ্রুত নামার সম্ভাবনা প্রবল।
আজ দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুষ্ক, সকালে ঘন কুয়াশা থাকবে। দুই–তিন দিনের মধ্যেই তাপমাত্রা ২–৪ ডিগ্রি কমতে পারে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে এবং বীরভূম–পুরুলিয়ার মতো জেলায় তা ১০ ডিগ্রির নিচেও নামতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে শুরু করবে তিন দিনের মধ্যে।

