এন ডি এ র আনা আইনে দুর্নীতিগ্রস্ত হলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২২,আগস্ট :: কলকাতায় এসে মোদীজি বলেন ৫০ ঘণ্টা জেলে থাকলেই সরকারি কর্মীর চাকরি যায়। তাহলে নেতা-মন্ত্রীদের যাবে না কেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে নতুন বিলের পক্ষে সওয়াল করেন নমো।

বলেন, ”বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে, তবু পদ ছাড়তে চাননি তৃণমূলের এক নেতা।” এর আগে বিহারের জনসভাতেও ১৩০তম সংবিধান সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে সরব হয়েছিলেন তিনি।মোদিকে বলতে শোনা গিয়েছে, ”একজন সরকারি কর্মীর চাকরি চলে যায় ৫০ ঘণ্টা জেলে থাকলে। আপনা আপনিই তিনি কাজ হারান। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, একজন মন্ত্রী এমনকী একজন প্রধানমন্ত্রীও সরকারে চালাতে পারেন জেল থেকে।”

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ তুলে (যদিও কারও নাম তিনি করেননি) মোদি বলেন, ”কিছু দিন আগেই আমরা দেখেছি কীভাবে জেলে বসে স্বাক্ষর করা হচ্ছিল। কীভাবে সরকারি নির্দেশ দেওয়া হচ্ছিল জেল থেকে।

এই যদি নেতাদের আচরণ হয়, আমরা দুর্নীতির বিরুদ্ধে কী করে লড়ব? এনডিএ সরকার একটা আইনের প্রস্তাব এনেছে দুর্নীতির বিরুদ্ধে। যার অধীনে প্রধানমন্ত্রীও থাকবেন।” তিনিও দোষ করলে পার পাবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =