নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে আগামী এপ্রিল মাসের ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকবে। ২৬ এপ্রিল থেকে আবার পরিষেবা চালু হবে, তবে যতদিন পর্যন্ত রানওয়ে সম্প্রসারণের কাজ সম্পূর্ণ না হবে ততদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে।সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মূলত বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের কাজ করা হবে, এই কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকবে বিমানবন্দর। গত জানুয়ারি মাসে এই বন্ধ থাকার বিষয়টি বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ নোটিশ মারফত জানিয়েছিলেন।
বাগডোগরা বিমানবন্দর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার , সেই কারণে এই বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন ৩৬ টি বিমান চলাচল করে , দৈনিক যাত্রীর সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। টানা দুই সপ্তাহ বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকার কথা প্রকাশ্যে আসতে চিন্তায় পড়ে গেছেন পর্যটন ব্যবসায়ীরা।