নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ৫,জানুয়ারি :: -এবারের গঙ্গাসাগর মেলায় নতুন আকর্ষণ ‘বাংলার মন্দির ‘। তীর্থযাত্রীরা বাংলার ঐতিহ্যশালী মন্দিরগুলি দর্শন করতে পারবেন এই সাগর মেলাতেই। মেলার যাত্রাপথের বিভিন্ন স্থানে থাকছে বাংলার বেশ কিছু আদি মন্দির ও দেবদেবীর থ্রি ডি মডেল।
পাশাপাশি গতবারের মতো এবারও গঙ্গাসাগর সমুদ্রতটে অনুষ্ঠিত হবে ‘সাগর আরতি’।গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে অনেকেই বাংলার ঐতিহ্যবাহী মন্দির, তীর্থস্থানগুলি দর্শনের পরিকল্পনা করেন। কিন্তু সময়ের অভাবে ও যাতায়াতের অসুবিধার জন্য সেই ইচ্ছেপূরণ হয় না।
সেই আশা পূর্ণ করতে এবার দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন মেলা চত্বরেই বাংলার ঐতিহ্যমণ্ডিত মন্দির ও তীর্থস্থানগুলি দর্শন করানোর উদ্যোগ নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।
এদিন গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড ঘুরে দেখেন জেলাশাসক পাশাপাশি হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির স্থল ও পুণ্যার্থীরা যে ঘাট থেকে স্নান করবে সেই সমস্ত জায়গা ঘুরে দেখেন জেলা শাসক। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ-সভাধিপতি, সাগর ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকেরা।

