নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ৮,সেপ্টেম্বর :: ২০২৫ সালে প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমায় প্রায় সাত হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। নতুন প্যাটার্ন অনুযায়ী ৪০ নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
ফলে পরীক্ষার ধরণ অনেকটাই কম্পিটিটিভ পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যৎ জীবনে তা ছাত্র-ছাত্রীদের যথেষ্ট এগিয়ে দেবে বলে মত শিক্ষকমহলের।
সোমবার প্রথম দিন বাংলা পরীক্ষার দিনেই এক ভিন্ন দৃশ্য দেখা গেল নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প
র্ষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করে সেখানেই তিনি পরীক্ষা দেন।কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার শেষে অনেকে জানিয়েছেন, একটু পরে এলেই আরও ভালো ফল করা যেত, তবে নতুন পদ্ধতি তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।