নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ৫,আগস্ট :: চলছে ভরা বর্ষা, মাঠে -তেমন একটা জল নেই ,কারণ এবছর বৃষ্টির পরিমাণ খুবই কম, কিন্তু এরি মাঝে জলমগ্ন অবস্থায় কয়েকটি পরিবার, ঠিক এমনি ঘটনা দেখা দিল মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার রুনিবাড়ি গ্রামে।
এমতাবস্থায় গ্রামের মানুষজন খবর দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা নিশিগঞ্জ প্রয়াস ওয়েল ফেয়ার সোসাইটির কার্যালয়ে, এবং খবর পেয়ে সেখানে উপস্থিত হন সোসাইটির সদস্যরা, ঘটনা খতিয়ে দেখে যোগাযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ সাবলু বর্মণের কাছে ।
তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হন পঞ্চায়েত সদস্যর স্বামী জীবন চৌহান এবং মাথাভাঙ্গা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ সাবলু বর্মন।
গ্রাম বাসীদের অভিযোগ আগে একজনের জমির উপর দিয়ে জল গিয়ে ড্রেনে পড়তো কিন্ত এখন সেখানে ঘর করার কারনে সেই জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়ে এই দুরবস্থা।
এই দিকে বাড়ির মালিকের বক্তব্য আমার জমাতলী জমি আগে ফাঁকা ছিল তাই সেই দিকে জল যাওয়ার রাস্তা ছিল কিন্তু আমার বাড়ির জায়গায় আমি তো মাটি কাটবো ।
তিনি আরো বলেন এতদিন জায়গাটা ফাঁকা ছিল জল এইদিকে গেছে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু এখন আমার কোনো কিছু করার নেই। পঞ্চায়েত সদস্যর স্বামী জীবন চৌহান জানান আগে এইদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল কিন্তু জমির মালিক সেখানে ঘর করার কারনে এখন এই অবস্থা।
তিনি বলেন আমি বিষয়টি উদ্ধতর কতৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং বিকল্প রাস্তা দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।