নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: এবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতেও দেখা যাবে সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। পুরোটাই তৈরি ফাইবার গ্লাসে। নদীয়ার রানাঘাট কামালপুরে যে সমস্ত শিল্পীরা সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিল তারাই এবার কৃষ্ণনগর সান্ধ্য মাঠ পাড়ার ক্লাব প্রতিভা তৈরি করেছে সবচেয়ে বড় জগদ্ধাত্রী।
যে সমস্ত দর্শনার্থী রানাঘাটের কামালপুরে সবচাইতে বড় দুর্গার স্বাদ পাননি তাদের জন্য থাকছে এবার সবচেয়ে বড় জগদ্ধাত্রীর চমক। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই জগদ্ধাত্রী প্রতিমা। ইতিমধ্যেই ফাইবার গ্লাসের প্রতিমার ওপর পড়েছে রঙের প্রলেপ।
সম্পন্ন হয়েছে চক্ষুদান পর্ব। এখন শুধুমাত্র দীর্ঘ উচ্চতার এই প্রতিমা দাঁড় করানোর অপেক্ষা। এর আগে ক্লাব প্রতিভা ৬০ ফুটের সবচেয়ে বড় কালি তৈরি করে সকলের নজরে এসেছিল।
এবার সেই রেকর্ড ভেঙ্গে ৭০ ফুটের জগদ্ধাত্রী তৈরি করে নজির গড়তে চলেছে। এ বিষয়ে পূজা উদ্যোক্তা জানান, সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা এখানে তৈরি হলেও কোন বড় স্পন্সর পায়নি। সদস্যদের অনুদান এবং কিছু চাকুরিজীবী ছাড়াও ভিনদেশে থাকা সদস্যদের প্রচেষ্টাতেই সবচেয়ে বড় জগৎ ধাত্রী পূজা সম্পন্ন হতে চলেছে সান্ধ্য মাঠপাড়া ক্লাব প্রতিভায়।