নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: এবারে চালু হতে পারে মালদা থেকে বিমান পরিষেবা । কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদা বাসী। দেশে একশো কুড়িটি বিমান বন্দর পরিষেবা চালু হবে ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সে ক্ষেত্রে মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয়ে রয়েছে সম্ভাবনা।
কেন্দ্রীয় সরকারের উপর আশা রাখছেন মালদা বাসি। উল্লেখ্য মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ হয়ে আছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গেছে । কিছু কাজ বাকি রয়েছে । এক সময় মালদায় হেলিকপ্টার পরিষেবা রাজ্য সরকারের উদ্যোগে চালু হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।
মালদা থেকে বিমান পরিষেবা চালু হোক এই দাবী দীর্ঘদিনের ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল এমনকি জেলা বাসির । একসময় সরকারের তরফ থেকে বিমানবন্দর চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বিমানবন্দর পরিদর্শনও করেছেন কিন্তু জট থাকার কারণে এই বিমান পরিষেবা চালু হয়নি ।
রাজনৈতিক দলের জন প্রতিনিধিরা বিভিন্ন সময় এই বিমান পরিষেবা চালু করার বিষয়ে সরকারকে আবেদনও করেছিল এমনকি জেলাবাসি তথা মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের পক্ষ থেকে ও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিমান পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আবেদন জানিয়েছিল ।
কিন্তু তা হয়নি । সম্প্রতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলাও করেছিল। কিন্তু এইবারের কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশে ১২০ টি বিমান পরিষেবা চালু করার কথা বলেছেন সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর নতুন আশা দেখছেন জেলা বাসি । এই নিয়ে শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে।