এবারে ভাগাড়ে বা নদীতে নয়, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে মালদহে হাটের মাঝে

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৫,জুলাই :: এবারে ভাগাড়ে বা নদীতে নয়, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে হাটের মাঝে। এমনই চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস ভোট গনা কেন্দ্রের মাত্র ২০০ মিটার এর মধ্যে।আজ শনিবার ব্যালট পেপার খুঁজতে বিরোধীরা মরিয়া। বিরোধীদের অভিযোগ যেসব জেলা পরিষদএর সিট থেকে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন সেই সিটগুলো থেকে আমাদের জয় নিশ্চিত এমনটাই দাবি করেছেন জোটপ্রার্থী সাবিনা ইয়াসমিনের এজেন্ট মোয়াজ্জেম হোসেন।

তিনি জানান এই কাউন্টিং এ নবান্ন থেকে শুরু করে জেলা ও ব্লক কারচুপি করতে ব্যস্ত এমনটাই অভিযোগ করে সরব হয়েছেন। তিনি আরো বলেন মানছি না মানবো না আমরা রিপোলিঙের দাবি করছি প্রশাসনের কাছে। অন্যদিকে আরেকজন জোট জেলা পরিষদের প্রার্থী তিনি আরো অভিযোগ করে বলেন নির্বাচন কমিশন গণতন্ত্রের নামে প্রহসন করছে আমরা এদের ধিক্কার জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =