নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: শনিবার ১৫,জুলাই :: এবারে ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে দীঘার মোহানার ইলিশ। মরসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মোহানায় । প্রায় ২৫ টন ইলিশ উঠেছে মোহনায়। এক একটি ইলিশের ওজন এক কিলো থেকে বারোশ , আবার ৪০০ থেকে ৫০০ গ্রামের ও রয়েছে ।
এক কিলো থেকে বারোশো পাইকারি দাম ওঠে ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে । এই বছর মরসুমের প্রথম প্রচুর ইলিশ পাওয়া গেল মোহনায় ।
এরপরেও আরও ট্রলারে ইলিশ মাছ আসছে বলে জানিয়েছেন দীঘা ফিশারম্যান ফ্রী স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টির কারণে ইলিশ আসার অনুকূল হয়েছে বলে তিনি জানান