কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: মালদা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসেছিলেন মালদায়। এরই মাথায় এবারে মালদায় এলেন রাজ্য এসটিএফের এডিজি বিনীত গোয়েল।
আজ সকালে তিনি মালদায় এসে সার্কিট হাউসে উঠেন। সেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট জানানো হয়। এরপরই এ ডি জি বিনীত গোয়েল বাগবাড়ি এলাকায় এস টি এফ আফিস পরিদর্শনে যান। বিভিন্ন পরিকাঠামো তদারকি করেন এবং সেখানকার আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।