কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৯,জুলাই :: এবারে হরিশ্চন্দ্রপুরে ভাঙ্গন পরিদর্শনে গেলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলাহার নদীর ব্যাপক ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর ধারে থাকা রশিদপুর গ্রাম।
ভাঙনের জেরে গ্রাম থেকে আর ৮০ মিটার দূরত্বে নদী, প্রবাহিত হচ্ছে। বিঘার পর বিঘা আমবাগান পাটের খেত নদীর তলায় চলে গিয়েছে এই ব্যাপক ভাঙ্গনের জেরে। গত সপ্তাহে এই এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমূল হোসেন।
তার কয়েকদিন কাটতে না কাটতে আজ এলাকায় গেলেন উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মু। এদিন তিনি রশিদপুর এলাকায় গিয়ে জানান নদীর জল বেড়ে গেছে আর এই সময় রাজ্য সরকার এখানে ভাঙ্গন রোধ করতে বাঁশের পাইলিং এবং মাটির বস্তা দিয়ে বৃথা চেষ্টা করে যাচ্ছে। এইভাবে ভাঙ্গন রোধ করা যায় না।
অর্থের অপচয় করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি এ দিনে রশিদপুর সহ এলাকার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। ভাঙ্গন দুর্গতদের সঙ্গে কথা বলেন। তিনি জানান অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।