এবার এসআইআর এর আতঙ্কে পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রাম এলাকার এক বাসিন্দার মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২,নভেম্বর :: এস আই আর লাগু হওয়ার পর থেকে দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমান জেলার জামালপুরও। এবার এস আই আর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যু হল হলো শনিবার রাতে। ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় এদিন রাতে ।

পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ুর তানজিবুর জেলার ওরাতান্দু পাটুকুটা এলাকায় ধানরোয়ার কাজে গেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ের বাসিন্দা বিমল সাঁতরা ।সেখানেই ধান রোয়ার কাজ করছিলেন । বেশ কিছুদিন ধরেই সেখানে কাজ বন্ধ থাকায় বাড়ি আসবেন বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন।

তারপরেই বাংলায় লাগু হয় এস আই আর তারপরই শুরু হয় চিন্তা, সব কাগজপত্র ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায়। শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি, স্থানীয় মানুষজন তাকে তামিলনাড়ুর তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, যোগাযোগ করেন স্থানীয় প্রশাসন এবং জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝির সঙ্গে এরপর অতি দ্রুতার সঙ্গে যোগাযোগ করা হয়, জেলা প্রশাসনের সঙ্গে তাদের তৎপরতায় শনিবার রাতে বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এল ওই পরিযায়ী শ্রমিকের দেহ ।

ইতিমধ্যেই মৃতের বাড়ি এসে পৌছেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান।

এদিন মন্ত্রী এবং জেলার সভাপতি বলেন এই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থাকার জন্য আমাদের আহ্বান করেছেন আমরা তাই এসেছি এবং আমরা পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =