দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তদন্তে নেমে পলাতক অভিযুক্তদের নাগাল পেতে একের পর এক হুলিয়া জারি করছে সিবিআই। কলকাতা ও উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলেও একই পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিধানসভা নির্বাচনের পর ঝাড়গ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ মোট তিন পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া জারি করার পাশাপাশি তিনজন অভিযুক্তের মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করল সিবিআই।
অভিযুক্তদের সম্পর্কে কোনো রকম সন্ধান দিতে পারলে যে কোন ব্যক্তিকে আর্থিক পুরস্কার তুলে দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি তথ্য প্রদানকারী ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর ঝাড়গ্রামে বিজেপি কর্মী কিশোর মান্ডি খুনের ঘটনায় অভিযুক্ত এখনো পলাতক। অভিযোগ গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন জামবনির মহুয়া চকের কাছে খুন হয়েছিলেন বিজেপির কিষান মোর্চার নেতা কিশোর মান্ডি। এই খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূলের একাধিক নেতা ও কর্মীর। তাদের মধ্যেই তিনজনের নামে হুলিয়া জারি করল সিবিআই।
তাদের মধ্যে নাম রয়েছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবেন সোরেনের পাশাপাশি বছর ছাব্বিশের রাজকিশোর মাহাতো এবং বছর ৩৩ এর হরে কৃষ্ণ মাহাতো। রাজকিশোর মাহাতো এবং হরে কৃষ্ণ মাহাতো দুজনেই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সমর্থক বলে পরিচিত।
কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের তদন্ত শুরু করেছে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তভার হাতে নেয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তবে এখনো পলাতক অভিযুক্তদের যাদের ধরা সম্ভব হয়নি তাদের নাগাল পেতে এবার হুলিয়া জারির পথে হেঁটেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
এবার ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুনে পলাতক অভিযুক্তদের সম্পর্কে কোনো রকম সন্ধান পেলে তথ্য দেয়ার জন্য একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর তরফে। ওই হেল্পলাইন নাম্বার বা ইমেইল মারফত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সিবিআই।