নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বিশেষজ্ঞরা বলছেন, এবার করোনায় আক্রান্ত হতে পারে শিশুরা। তাই তাদের সাবধানে রাখা এবং দ্রুত টিকাকরণের ব্যবস্থা করার কথা বলছিলেন বিশেষজ্ঞরা। এবার ২-১৮ বছর বয়সিদের জন্য টিকা আনল ভারত বায়োটেক । এবার তাদের সেই টিকা অনুমোদন পেল এদেশে। ফলে দ্রুতই শিশুদের টিকাকরণ শুরু হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মঙ্গলবার জরুরি ভিত্তিতে ২-১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া । তবে সেই টিকার স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র পাওয়া বাকি এখনও। দ্রুত এই টিকায় ছাড়পত্র দেওয়া হবে বলে সূত্রের খবর।
গত কয়েক মাস ধরেই শিশু ও কিশোরদের জন্য টিকা আনতে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল চালাচ্ছিল হায়দরাবাদের এই সংস্থা। সেপ্টেম্বরেই সেই ট্রায়ালের ফলাফল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার হাতে তুলে দেয় সংস্থা। এর ঠিক এক মাসের মধ্যেই টিকার অনুমোদন দিল তারা। জানা গিয়েছে, শিশু ও কিশোরদেরও এই টিকার দু’টি ডোজ নিতে হবে। দু’টি ডোজের মধ্যে ২০ দিনের ব্যবধান থাকবে।