নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: শনিবার ১৫,জুলাই :: এবার তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকায়। শুক্রবার রাতে প্রলয় মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে নিহত প্রলয় প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ দক্ষিণ বাগি এলাকায় বাইকে করে বাড়ি ফিরছিলেন প্রলয়। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দ্রুত আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি প্রলয়কে।
এই ঘটনার পর এলাকায় পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা দখল কার কাছে থাকবে সেই নিয়ে দুই দুষ্কৃতীর গণ্ডগোল তার জেরে এলাকায় গুলি । গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের সমর্থকের ।
স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজনেদের বক্তব্য যে বীরেন মণ্ডল ও প্রণব অরফে বেতাল মণ্ডল এলাকায় এক সঙ্গে সমাজ বিরুধী হিসাবে পরিচিত ।বেতাল অরফে প্রণব মণ্ডল কে সরিয়ে আনতে চেয়ে ছিলো তার ভাই প্রলয় মণ্ডল সেই কারণে তার উপর ক্ষোভ ছিলো ।আর সেই জন্য বীরেন মণ্ডল ও তার লোকজন প্রলয় মণ্ডলকে গুলি করে হত্যা করে ।
তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে প্রলয় মণ্ডল তাদের সমর্থক ছিলো । প্রনব মণ্ডলের বক্তব্য যে সে ২০২১ সালে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে আর বীরেন মণ্ডল বিজেপির হয়ে কাজ করেছে সেই জন্য তাদের উপরে ক্ষোভ ছিলো আর তার জেরেই এই গুলি করে খুন করে । তার ভাই প্রলয় মণ্ডল কে গুলি করে খুন করে বীরেন মণ্ডল, প্রলয় মণ্ডলের বুকে গুলি লাগে।