নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাবনি :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: এবার দুয়ারে পুলিশ।আসানসোলের বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী।
বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মুলডাঙা গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েতের জামজুড়ি এবং খয়েরবনি গ্রাম পরিদর্শন করলেন ওসি দিব্যেন্দু মুখার্জী।এদিন তিনি এই সমস্ত এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন।থানার আধিকারিকে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন গ্রামের মানুষ।
যেমন বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।এমনকি পড়ুয়াদের স্কুল যাওয়ার জন্য কোনো পরিবহণ ব্যবস্থা নেই।এর পাশাপাশি আরও বিভিন্ন সমস্যার কথা ওসিকে জানিয়েছেন গ্রামের মানুষেরা।