নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সামরিক বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনক্ষম অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল করেছিল দু’দিন আগেই। ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারকে আরো শক্তিশালী করতে এবার ‘লং রেঞ্জ বম্ব’-এর সফল পরীক্ষা করল ভারত। শুক্রবার ওড়িশার বালেশ্বরে এই দূরপাল্লার বোমার পরীক্ষা চালায় ভারতীয় বিমানবাহিনী।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই ঘাতক বোমা তৈরি করেছে ডিআরডিও। বিমানবাহিনীর বিমান থেকে এই বোমার পরীক্ষণ চালানো হয় শুক্রবার। একেবারে নিঁখুত নিশানায় আঘাত করে সেই বোমা। সূত্রের খবর, বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, টেলিমেট্রি ও রাডারের মাধ্যমে নজর রাখা হয়েছিল।
ডিআরডিও-র চেয়ারম্যান জি সতীশের মতে, দূরপাল্লার এই ঘাতক বোমার সফল পরীক্ষা ভারতীয় প্রযুক্তির স্বকীয়তার একটা নতুন মাইলফলক। যা আগামী দিনে সামরিক সরঞ্জামে দেশীয় প্রযুক্তির ব্যবহারে আরো অনুপ্রেরণা জোগাবে। বিমানবাহিনীর সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।