নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শনিবার ২৬,জুলাই :: বাংলার পরিযয়ী শ্রমিক ভিন রাজ্যে খুন আবুবক্কর মন্ডল(৩৩)ঘটনাটি মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাও এলাকার ঘটনা ।
আবু বক্কর মন্ডল এর বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরে । বেশ কয়েক বছর হল মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করে। মূলত রাজমিস্ত্রির কাজ করত সে । সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত ।
গত রবিবার (২০ সে জুলাই) সন্ধ্যার পর থেকে আবু বক্কর মন্ডলের কোন খোঁজ পাচ্ছিলো না তার পরিবার । মোবাইলের সুইচ অফ বন্ধ বলছিল ।
সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার । এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে । গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে । এরপর দেহটি পুলিশ মর্গে ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে আনা হয় ।
রাতেই তার দেহ দাফন করা হয় । জানা গেছে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ।