নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ২৯,সেপ্টেম্বর :: বাঁকুড়ার ঘোড়া, নাম বিশ্বজোড়া’, টেরাকোটার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কাঠের ঘোড়ার জন্য জগৎজোড়া খ্যাতি ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার। মূলত বাঁকুড়া শহরের রামপুরেই তৈরী হয় জগদ্বিখ্যাত এই কাঠের ঘোড়া।
কিন্তু এবার শারদোৎসবের আগে কাঠের তৈরী একচালা দুর্গা প্রতিমার ব্যাপক চাহিদা। বছরভর নির্দিষ্ট চাহিদার পাশাপাশি এবার উত্তর বঙ্গ থেকেই কাঠের দুর্গার একটা বড় ‘অর্ডার’ শিল্পীরা পেয়েছেন বলে জানা গেছে। ফলে নাওয়া-খাওয়া ভুলে এখন দুর্গা মূর্তি তৈরীতেই ব্যস্ত রামপুরের দক্ষ কাষ্ঠশিল্পীরা।