এবার প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: বুধবার ৯,জুলাই :: এবার প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের.l ব্যারাকপুরে একটি দলীয় প্রতিবাদ সভায় এসে মঞ্চ থেকে আঙ্গুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতার তিনি বলেন

“পুলিশ কর্মীদের উদ্যেশে আমি বলছি যাদের বয়স ৫৮/৫৯ তারা যা খুশি করুন কিন্তু যাদের বয়স ৪৫ বা তার কম তাদের বলে যাচ্ছি ২০২৬শে মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসে যাবে আপনাদের বাঁচাতে আসবে না ।

তখন কৌস্তবরা এই এলাকার দায়িত্বে থাকবে অর্জুনদারা এই এলাকার মন্ত্রী থাকবে মিলিয়ে নেবেন l

পাশাপাশি এদিন শাসকদলকে নিশানা করে বলেন “আমাদের সভাপতি শমীক দা বলেছেন তৃণমূলের বিসর্জন দিন আমি বলছি এরা দেবতা নয় দেবতার বিসর্জন হয় । গাছ তলায় বসিয়ে দিন দেখবেন কিছু অপদেবতাকে গাছতলায় বসিয়ে দেয় “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =