নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২৩,নভেম্বর :: ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শালতোড়া পশ্চিম চক্রের ভাদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর মহিলারা মিড ডে মিলের রান্নার কাজ করেন। গ্রামে আরো আটটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে।
তাদের দাবি বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কাজে তাদেরকেও নিযুক্ত করতে হবে। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভের জেরে বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা দীর্ঘক্ষণ আটকে রইলো। বর্তমানে এই বিদ্যালয়ে ৪৮ জন ছাত্রছাত্রী এবং ২জন শিক্ষক রয়েছেন। পরে প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের খোলা হয় বলে জানা গেছে।