নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২১,আগস্ট :: কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে সাহায্য করছে না এবার ফারাক্কা ব্যারেজ ঘেরাও এর হুঁশিয়ারি দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।
বন্যা ভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে মালদা জেলায়।কেন্দ্র রাজ্য একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্র সহযোগীতা না করলে ফারাক্কা ব্যারেজ ঘেরাওয়ের হুঁশিয়ারী জেলা তৃণমুল সভাপতির। ভুক্তভোগী হচ্ছে সাধারন মানুষ। আর যাতে মানুষ বন্যা ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা সভা করা হয়।
এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন সহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্র, বিধায়ক চন্দনা সরকার, বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ও দুই পৌরসভার চেয়ারম্যান।