এবার বাগনানের জোকা ও বাঙ্গালপুরের লক্ষ্মীর আরাধনায় চোখ ধাঁধাবে দর্শনার্থীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: এবার বাগনানের জোকা ও বাঙ্গালপুরের লক্ষ্মীর আরাধনায় চোখ ধাঁধাবে দর্শনার্থীদের। কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে সেজে উঠছে এই লক্ষ্মীর গ্রামগুলি। দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব হলেও কৃষি অধ্যুষিত জোকা গ্রামের প্রধান উৎসব লক্ষ্মীপুজো। আগের মত এবারেও থিমের লড়াই দেখা যাবে মন্ডপে মন্ডপে।

কোথাও কৃষি উন্নয়ন, সার্বিক উন্নয়ন, কোথাও কেদারনাথের দেশে মা আসছে সোনার বেশে, কোথাও মা আসছে স্বপ্নের উড়ানে, কোথাও প্রকৃতি মায়ের রাজকন্যা, আবার কোথাও বৃদ্ধাশ্রম। জোকা ক্লাব সৃষ্টির ভাবনা কৃষি উন্নয়ন, সার্বিক উন্নয়ন, জোকা শীতলামাতা সঙ্ঘের ভাবনা মা আসছে স্বপ্নের উড়ানে, জোকা জুনিয়র স্টারের ভাবনা কেদারনাথের পথে ।

জোকা পাওয়ার সঙ্ঘের প্রতিমা ভাবনা প্রকৃতি মায়ের রাজকন্যা, জোকা ইন্টারন্যাশনালের পাটকাঠির মন্ডপ, জোকা এ্যাকশন কমিটির ভাবনা বৃদ্ধাশ্রম। এছাড়াও দর্শনার্থীদের মন কাড়বে জোকার প্রেমিক সঙ্ঘ, সাথী হারা ও নেতাজী সঙ্ঘ। বাঙ্গালপুর নবজাগরণ ক্লাবে কেদারনাথের দেশে মা আসছে সোনার বেশে, বাঙ্গালপুর কালীমাতা ব্যায়াম সমিতির ভাবনা তুমি রবে নীরবে।

এর পাশাপাশি ভাই ভাই সংঘের সিলভারের লক্ষ্মী প্রতিমা দর্শনার্থীদের জন্য এই ভাবনা তারা ফুটিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =