নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: রবিবার ১৯,জানুয়ারি :: এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ে ফলক বসিয়ে রাস্তা চুরির অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অবিশ্বাস্য হলেও সত্যি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুর্নীতি, রাস্তা তৈরির জায়গা বদলের প্রশ্নে উত্তাল এলাকা
ভাঙ্গড় ২ নম্বর ব্লকের হাতিশালা এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের অধীনে হাতিশালা থেকে সাতুলিয়া পর্যন্ত রাস্তা তৈরি হলেও
হাটগাছা ও কাঁঠালবেরিয়া এলাকার নামের মাইল পোস্ট ও ফলক বসানো হয়েছে। অথচ হাটগাছা ও কাঁঠালবেরিয়া পর্যন্ত কোনো রাস্তা তৈরি হয়নি, এবং এলাকাগুলির রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল।
হাটগাছার বাসিন্দারা জানিয়েছেন, গত তিন বছর ধরে হাটগাছা ও কাঠালবেরিয়া অঞ্চলে কোনো নতুন রাস্তা তৈরি হয়নি। অন্যদিকে হাতিশালার স্থানীয় বাসিন্দারা বিস্মিত যে তাদের এলাকায় হাটগাছার নাম কেন ফলকে বসানো হয়েছে। এই ঘটনায় দুর্নীতির গন্ধ পাচ্ছেন অনেকে।
বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অবনী মণ্ডল অভিযোগ করে বলেছেন, “হাটগাছা থেকে কাঁঠালবাড়িয়া এবং হাতিশালা থেকে সাতুলিয়া দুটি আলাদা রাস্তা। কিন্তু প্রকল্পের টাকা কোথায় ব্যয় হয়েছে এবং কেন এই জায়গা বদলের ঘটনা ঘটেছে, তা তদন্ত হওয়া উচিত। আমরা বিডিওকে বিষয়টি তদন্তের অনুরোধ করেছি।”
তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম জানিয়েছেন, “বিষয়টি নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জানানো হবে। যদি এই ভুল পরিকল্পনায় কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দাদের এই দাবি এবং প্রশাসনের প্রতিশ্রুতি তদন্তের মধ্য দিয়ে সত্য উদঘাটন করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে পুরো এলাকায় এই ঘটনার কারণে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।