এবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশী যুবক সহ এক ভারতীয় দালাল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ২৩,জুলাই :: বাংলাদেশী এক যুবক এবং একজন দালালকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে বাংলাদেশের ওই যুবক অবৈধভাবে ভারতের প্রবেশ করে এবং ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতো।বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। চাপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া গ্রামের আব্দুল সালাম মণ্ডল নামে দালাল এর মারফত বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছিল সেকথা ধৃত দালাল স্বীকার করছে বলে জানা যায়।

ধৃত বাংলাদেশি যুবকের নাম রাসেল ইসলাম বাংলাদেশর পঞ্চগড় জেলা বাসিন্দা ওই যুবক।অপর দিকে ধৃত দালাল নাম আব্দুল সালাম মণ্ডল তাদের দুজনকেই হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতদের বুধবার কৃষ্ণনগরে আদালতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =