নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ৫,জানুয়ারি :: আবারও আক্রান্ত বাঙালি। এবার মাথায় গরম চা ঢেলে দিয়ে অকথ্য অত্যাচার, ছিনতাই টাকা পয়সা, কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরলো দুর্গাপুরের লাউদোহা থানার পলাশবনী এলাকার দুই যুবক সমীর বাউরী ও তপন বাউরী।
গত নভেম্বর মাসে খননের একটি কাজে মহারাষ্ট্রতে গিয়েছিলো এই দুই যুবক। দিন দুয়েক আগে বাড়ি ফেরার সময় আচমকা এই দুই যুবককে বাংলা ভাষায় কথা বলতে শুনে বাংলাদেশি সন্দেহে ব্যাপক মারধর করা হয় |
জামা প্যান্ট খুলে উলঙ্গ করার চেষ্টা করা হয় বাধা দিলে এই দুই যুবককে আটকে রেখে মাথায় গরম চা ঢালা হয় ছিনতাই হয় তাদের টাকা পয়সা।
কোনোক্রমে তারা পালিয়ে আসে ছুটে স্টেশনে তারপর সেখান থেকে ট্রেনে তারা বাড়ি ফেরে।দুর্গাপুরে পৌঁছনো মাত্র পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৎপরতায় লাউদোহা থানার পুলিশ বাড়িতে নিয়ে আসে দুই যুবককে।
পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই দুই যুবকের বাড়িতে আসেন, কথা বলেন পরিবারের সাথে,আর্থিক সাহায্য তুলে দেন পরিবারের হাতে, সাত দিনের মধ্যে দুর্গাপুরেই তাদের চাকরীর ব্যবস্থা করে দেবেন বলে কথা দেন।
তবে বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে বাঙলি আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

