কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: এবার মাদক পাচারের সময় মালদায় পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম ববিতা মন্ডল। বয়স ৩৫ বছর।
বাড়ি কালিয়াচকের জালুয়াধাল এলাকায়। তিনি কালিয়াচকের এক মহিলার কাছ থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ির চম্পাসারিতে পাচার করতে যাচ্ছিলেন।
কোলকাতা এসটিএফ মারফত এই খবর পেয়ে মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃত মহিলার হেপাজত থেকে উদ্ধার হয় ৩১০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য ৩০লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত মহিলা মাদক পাচারকারী হিসেবে কাজ করেন। তাই এই চক্রের পেছনে আর কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।