এবার মালদহে সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এবার মালদহে সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে এবারের সরব হয়েছেন এলাকারই তৃণমূল কর্মীরা। যদিও দখলের বাধা দিতে গিয়ে ওই জমি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে দাবি এলাকার তৃণমূল কর্মীদের। এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষই।

ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। যদিও শাসকদলকে আক্রমণ শনিয়েছে বিজেপি।

অন্যদিকে সরকারি খাস জমি দখল করা বেআইনি তৃণমূলের নাম ভাঙ্গিয়ে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফাই দিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। আর গোটা ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপান উতোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + nineteen =