নিজস্ব সংবাদদাতা :: বারুইপুর :: সংবাদ প্রবাহ :: এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে তৃণমূল। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা। সম্প্রতি, সারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে অভিযোগ তোলে। এরপর থেকে বাংলার রাজনীতি জল্পনা শুরু হয়ে গিয়েছিল।
সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবি তুলে রাস্তায় নামে শাসক শিবির। তৃণমূলের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সিপিএমের বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী।
এর পাশাপাশি শাসক শিবিরকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি সিপিএমের বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। সবুজ শিবিরকে তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল তো কোথায় পথে নামছে বা কি করছে কেউ জানে না। “ঘোষণা করেছিল একটা অনুষ্ঠান করবে হাজির হয়ে গেল কি দাবি শুভেন্দুকে কেন গ্রেপ্তার করা হবে না”।
চিটফান্ড সারদা কেলেঙ্কারি নাম জড়িত থাকার যে দাবী সেই দাবী ন্যায্য। এই আন্দোলন কে গুরুত্ব দেয়া উচিত। কেন শুভেন্দু কে গ্রেফতার করা হবে না! শাসকদল একটু ভুল বলছে, আমরা আগেই বলেছি মুকুল রায় ও শুভেন্দু দুজনের নামই সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে শুধু শুভেন্দু কেন?।
কুনাল ঘোষ গলা চিৎকার করে বলেছিল সারদা কেলেঙ্কারির সব থেকে লাভবান হয়েছিল মমতা ব্যানার্জি। তাহলে তিনজনকেই গ্রেফতার করা হোক। সারদার পাশাপাশি নারোদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল শুভেন্দু সহ একাধিক তৃণমূলের নেতা নেতৃত্ব দের তাদেরকেও গ্রেপ্তার করা হোক।
তৃণমূল সবটাই বলছে না রাজনীতির খেলা খেলছে। আজ একরকম কাল একরকম কথা বলছে। তৃণমূল ভীতর ভীতর ধরা পড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি লাভবান যে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি।
আমরা চাই সঠিক তদন্ত হোক এবং অভিযুক্তরা গ্রেপ্তার হোক। সাধারণ মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।