নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: সোমবার ১৯,জানুয়ারি :: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী।
মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, যে কারণে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে, সেই নাম ও তাঁর বাবার নাম ২০০২ সাল থেকেই একই রয়েছে এবং বর্তমানেও কোনও পরিবর্তন হয়নি। সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই বিষয়টিকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন মন্ত্রী। তবে ক্ষোভ প্রকাশ করলেও তিনি জানিয়েছেন,
আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৯ তারিখ নির্ধারিত হিয়ারিং কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় ও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

