এবার লক্ষ্য মেডিকেল দুর্নীতি , রাজ্য জুড়ে লক্ষীবারে ইডির অভিযান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়েও দুর্নীতি হয়েছে। এনিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে ধরেই এদিন রাজ্যের ছয় জায়গায় হানা দেয় ইডি।

এদিন কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় হানা দিয়েছে ইডি। ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে তল্লাশি।

তবে যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার কাকদ্বীপে দিলীপ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা।

জানা গিয়েছে, ডাক্তারিতে ভর্তির সময় জাল এনআরআই সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। আর সেই সার্টিফিকেটের মাধ্যমে এনআরআই কোটায় ভর্তিও হয়েছেন অনেকে। অথচ তাঁরা এনআরআই নন।

এই মর্মে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সূত্রের দাবি, আর জি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করতে নেমে এই গরমিলের খোঁজ পান তদন্তকারীরা। এরপরই অভিযোগ দায়ের হয়। এরপর অ্যাকশনে নামল ইডি।

দিলীপ সাউয়ের মেয়ে ডোনা সাউ বজবজ জগন্নাথ গুপ্তা মেডিকেল ইনস্টিটিউট পড়ুয়া জানা গিয়েছে। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে ইডির আধিকারিকেরা, দিলীপ সাউয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইডির তদন্তকারী আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =