এবার শ্রমিক পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা সুরক্ষিত করতে এগিয়ে এলো শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: ডুয়ার্সের সিংহভাগ এলাকা চা বাগান জুড়ে। চা বলয় পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের আর্থসামাজিক মান উন্নয়নে শ্রমিক পরিবারদের জমির পাট্টা, চা সুন্দরী প্রকল্পের গৃহ নির্মাণ, ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যে প্রদান করেছেন।

এবার শ্রমিক পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা সুরক্ষিত করতে এগিয়ে এলো শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ ভবন অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ড শ্রম বিভাগ চা বাগানে এলাকায় বিনামূলের সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে নির্মাণ শ্রমিক পুঞ্জীকরণ এক বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো মেটেলি ব্লকের ইংডং গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় সামনে।

মালবাজার এসিস্ট্যান্ট লেবার কমিশনার এর উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে ইংডং, চুলশা, জুরান্তি, নাগাইসুরি,সামসিং,চাওলনি, মেটেলী চা বাগান এলাকার শ্রমিক পরিবারের যারা বাগানের কাজে যুক্তনন এবং বিঘা শ্রমিক হিসেবে কাজ করেন সেই সকল শ্রমিকদের ১৮ বছরের উদ্ধে এবং ৬০ বছরের নিচে সেই সকল নির্মাণ শ্রমিক পুঞ্জীকরণ বিশেষ শিবির।

জানা গেছে এই প্রকল্পের আওতায় নাম পুঞ্জিকরনের পরে ষাট বছর বয়সে পেনশন নিশ্চয়তা ছাড়াও প্রতি মাসে গভমেন্ট গ্র্যান্ড ৫৫ টাকা করে শ্রমিকের পিএফ একাউন্টে জমা হবে এছাড়াও ৬০ বছরের আগে কোন শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হলে নমিনি ৫০০০০ টাকা এবং দুর্ঘটনা জনিত মৃত্যু হলে দু লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানা গেছে।।

জানা গেছে ১২০০ মত ফর্ম জমা করেছেন শ্রমিকেরা নথিভুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে মালবাজার আঞ্চলিক শ্রম কমিশনার শুভ্রজ্যোতি সরকার জানালেন, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এর উদ্যোগে চা বলয় শ্রমিক পরিবারদের সামাজিক সুরক্ষায় সুরক্ষিত করতে শ্রম দপ্তর বদ্ধপরিকর

আর সেই লক্ষ্যে শ্রমিক পরিবারে যারা বিঘা শ্রমিক বা অন্যান্য কাজে যুক্ত সেই সকল ১৮ বছরের বয়স পর থেকে সামাজিক সুরক্ষায় আওতায় আনতে আমরা মালবাজার আঞ্চলিক শ্রম অফিসের পক্ষ থেকে এ ধরনের প্রতিটি চা বাগানে বিশেষ শিবির করে সকলকে সামাজিক সুরক্ষায় আওতায় আনতে উৎসাহিত করছি।

যাতে করে শ্রমিক পরিবারের আর্থসামাজিক বিকাশ ঘটানো যায় সেই লক্ষ্যে কাজ করে চলছি। জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্যা স্নেহস্মিতা কালান্দি জানালেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর শ্রমিকদের পাশে থাকেন শ্রমিকদের কাজ করেন তার উদাহরণ আজকের এই শিবির যা শ্রমিক পরিবারের আর্থসামাজিক বিকাশ ঘটবে

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ গ্রহণ করায় এবং মালবাজার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শুভ্রজ্যোতি সরকারকে ধন্যবাদ জানালেন। মেটেলি লেবার ইন্সপেক্টর বিভাস মন্ডল আজকের এই শিবিরে সকলের সহযোগিতায় সফল হওয়ায় সকলকে তিনি ধন্যবাদ জানালেন।

এদিনের এই শিবিরে এসিস্ট্যান্ট লেবার কমিশনার শুভ্রজ্যোতি সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য স্নেহস্মিতা কালান্দি, মেটালি ইন্সপেক্টর বিভাস মন্ডল, মালবাজার লেবার ইন্সপেক্টর বিদ্যুৎ কর্মকার, ইনডং গ্রাম পঞ্চায়েত প্রধান শিবশঙ্কর দাস, মেটেলি হাট গ্রাম পঞ্চায়েত প্রধান আলকা নায়েক, সি, কে, সি,ও অভিনব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরটিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =