এবার সুসাইড নোট লিখে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করলেন ৫৩ বছর বয়সী এক ব্যক্তি।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: সোমবার ১৯,জানুয়ারি :: এবার সুইসাইড নোট লিখে মৃত্যু এক ৫৫ বছর বয়সী বৃদ্ধের।পরিবারের দাবি এস আই আর এর আতঙ্কেই মৃত্যু হয়েছে তার।

সুইসাইড নোটে লেখা রয়েছে “আমার ভুলে সবাই সাজা পাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই আমায় ক্ষমা করো”। ঘটনাটি নদিয়ার করিমপুরে ।

মৃত ব্যক্তির নাম ফিরোজ খান , বয়স আনুমানিক ৫৩ বছর । পরিবার সূত্রে জানা যায়, ১৬ই জানুয়ারি নোটিশ আসে ফিরোজ খানের বাড়িতে। নোটিশ আসার পরেই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশীদের কাছে গল্প করতেন যে, আমার পরিবারের কি হবে! আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে না তো ? আমার জন্য কেন আমার পরিবার সমস্যায় ভুগতে হবে।

এই কথাই সবসময় তিনি ভাবতেন আর চিন্তিত থাকতেন। আর এই আতঙ্ক থেকেই নিজের বাড়িতেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ এসে দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। তবে ফিরোজ খানের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত রাজ্যে এস আই আর চালু হওয়ার পর থেকেই একের পর এক মৃত্যুর খবর পাওয়া যায় , কখনো বিএলও কখনো আবার সাধারণ মানুষ। এবার সুইসাইড নোট লিখে আত্মঘাতীর ঘটনা সামনে আসতেই এলাকায় পড়ল শোরগোল। অন্যদিকে আবারও প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।

তবে আদৌ কি এসআইআর আতঙ্কে মৃত্যু নাকি রয়েছে অন্য কোন কারণ তার তদন্ত করে দেখছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =