নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ৪,মার্চ :: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার এভিবিপি এবং বাম সংগঠনের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ। অভিযোগ এভিবিপি সদস্যরা ৮বি থেকে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে ঢোকার চেষ্টা করেন। তখনই সংঘর্ষ বাধে।
তাদের আটকানো হলে অভিযোগ তারা বোতল ইট ছোঁড়ে। গেট বন্ধ করতে গেলে সিকিউরিটিদেরকে আক্রমণ করা হয় তাদের জামা ছিড়ে দেওয়া হয় । দাবি ইতিমধ্যেই তিনজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে এবিডিপির সদস্যদের দাবি তাদের একজন মহিলা সদস্য গেটে উঠেছিলেন তাকে ঠেলে ফেলে দেন নিরাপত্তা রক্ষীরা ফলে তিনি আহত। তারপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এভিবিপির সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে উত্তেজনা কমেনি।
চার নম্বর গেট থেকে কিছু দূরে আবারো দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে ঠেলাঠেলিতে এভিবিপির একজন সদস্য আহত হয়। তাকেও প্রিজন ভ্যানে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।