এভারেস্টের দেশে রেলপথে যাবার সুযোগ করে দিল পূর্ব রেল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::জয়নগর(বিহার) :: পূর্ব রেল রেলপথে নেপাল যাবার সুযোগ এনে দিয়েছে। বিহারের জয়নগর থেকে নেপালের কুরাতা পর্যন্ত ৩৪ দশমিক ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। এই রেলপথের শুভ উদ্বোধন ভার্চুয়ালি করবেন নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে।প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। পূর্বরেল থেকে জানানো হয়েছে প্রকল্পের খরচ ৭০০ কোটি টাকার উপরে।

নেপাল বরাবর আমাদের কাছে আকর্ষণীয়। নেপালের প্রাকৃতিক পরিবেশ মনোরম। সারা বছরই ঠান্ডা থাকে। অপরূপ মনোরম প্রাকৃতিক পরিবেশের টানে ভারত থেকে প্রচুর মানুষ নেপালের বিভিন্ন প্রান্তে ঘুরতে যান। উল্লেখযোগ্য রাজধানী কাঠমান্ডুতে রকমারি জিনিসের দোকান রয়েছে ।

বিহারের জয়নগর থেকে নেপালের কুরাতা পর্যন্ত রেলপথ চালু হওয়ায় খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। পাসপোর্ট, রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের সচিত্র পরিচয় পত্র থাকা বাঞ্ছনীয় , তবেই মিলবে রেলপথে নেপালে যাওয়ার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =