এয়ারপোর্টে চাকরিতে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হলো প্রাক্তন সেনা জওয়ানের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াবার একটা প্রচলন বহু বছর ধরে রয়েছে। তখনকার সময় পাড়ার ছেলেরা সুতোতে মাঞ্জা দিয়ে সেই সুতোর ঘুড়ি ওড়ানো হত। আর সেটা অতীত। চায়না সুতোয় বাজার দখল নিয়েছে। আর সেই সুতোতে গলায় হাতে পায়ে লেগে বহু লোকের জীবন চলে যাচ্ছে।

বিশ্বকর্মা পুজোর দিন আবারও ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। বাইকে করে এয়ারপোর্টে চাকরিতে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হলো প্রাক্তন সেনা জওয়ানের। মৃতের নাম গৌতম ঘোষ। এদিন ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে যাবার পথে খড়দহের কাছে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

সঙ্গে সঙ্গে তাকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে। চিকিৎসকদের সুত্রের খবর গলা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনা এলাকার নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =