এলআইসির শেয়ার বেসরকারি সংস্থা কাছে বিক্রি করার প্রতিবাদে বসিরহাটের মূল ভবনের সামনে কর্মচারী এজেন্ট প্রতিবাদ কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বসিরহাটের জীবন বীমা নিগমের সামনে আজ সকাল ১১,টা থেকে অফিসের সমস্ত কাজ বন্ধ করে মূল গেটের সামনে মাইক বেঁধে প্রতিবাদ-বিক্ষোভের নামল অফিস কর্মী ও এলআইসি এজেন্টরা।

এলআইসির বিভিন্ন দামি শেয়ার বেসরকারি সগ্স্থার হাতে বিক্রি করার চক্রান্ত করছে কেন্দ্র সরকার।তাতে একদিকে সাধারণ মানুষ যারা এলআইসির উপর নির্ভরশীল বিভিন্ন সুযোগ-সুবিধা পায়, প্রতিমাসে অনেকের সুদ বাবদ টাকা দিয়ে সংসার চলে। সেটা থেকে বঞ্চিত হবে পাশাপাশি এলআইসি উপর নির্ভরশীল বহু গ্রাহক যারা বিশ্বাসের ওপর তাদের তিল তিল করে জমানো অর্থ রেখে নিজেদের জীবন সুরক্ষিত করেন।

ইউনিয়নের প্রতিনিধি বলেন এরই প্রতিবাদে আমাদের আজকে অফিসের কাজ বন্ধ করে কর্মবিরতির ডাক দিলাম। দু’ঘণ্টা ধরে এই কর্মবিরতি চলবে তারপর আবার পুনরায় অফিস খুলে কাজকর্ম চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =