এলাকাকে দুষ্কৃতী মুক্ত রাখতে সঙ্ঘবদ্ধ হলো সীমান্তের গ্রাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩,মার্চ :: তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সঙ্ঘবদ্ধ হলো সীমান্তের গ্রাম‌।

ফেব্রুয়ারির ১৯ তারিখ বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ী গ্রামের ৫৭নং বুথের তৃণমূল কর্মী কাদের মোল্লার বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে কুপিয়ে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতী।

ওই তৃণমূল কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও। ওই তৃণমূল কর্মীর মা, বাবা, সন্তান ও স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়। পরিবারের চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে ওই দুষ্কৃতীদল পাঁচ রাউন্ড গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের তৎপরতায় তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়‌। বিষয়টি নিয়ে পরদিন সকালেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল কর্মীর বাবা। তদন্তে নামে পুলিশ।

কিন্তু ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।

তাই দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে ও বাঁশঝাড়ী গ্রামের মানুষকে সংঘবদ্ধ করতে রীতিমতো মঞ্চ বেঁধে সভার আয়োজন করলেন বসিরহাট ১নং ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =