এলাকায় অধিকাংশ রাস্তায় কাঁচা , নেই পানীয় জলের সুব্যবস্থা , নিকাশি ব্যবস্থাও নেই। আবাস যোজনার ঘরও পাইনি একজনও l

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৯,জানুয়ারি :: এলাকায় অধিকাংশ রাস্তায় কাঁচা , নেই পানীয় জলের সুব্যবস্থা , নিকাশি ব্যবস্থাও নেই। আবাস যোজনার ঘরও পাইনি একজনও l সরকারি প্রকল্পের উন্নয়নের খাতে সরকারের টাকা আসার পরও সেই টাকা খরচ করতে পারিনি মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতlএকাধিক প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে রীতিমত গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন.l

গ্রামবাসীর এই দাবি কার্যতো স্বীকার করেছেন বর্তমান কংগ্রেস বিজেপি জোট মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান l পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও l পুরাতন মালদা ব্লকের বিডিও রীতিমতো জানিয়েছেন আইনি জটিলতার কারণেই এলাকায় উন্নয়ন থমকে রয়েছে খুব শীঘ্রই আইনের জটিলতা কেটে গেলে এলাকায় রাস্তা ,পানীয় জলের কাজ শুরু হবে এমনকি আবাস যোজনা ঘরও পাবেন অনেকেইl

পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ফিফটিন ফিনান্সের আর্থিক বছরের প্রায় তিন কোটি টাকা খরচ হয়নি যার ফলে এলাকায় নিকাশি ব্যবস্থা পানীয় জল রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। অঞ্চলের এলাকার বাসিন্দাদের মধ্যে একজনেরও আবাস যোজনার ঘর হয়নিl এলাকার মানুষ রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =