নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: এলাকায় চুরি ও ছিনতাই করার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম সুমন সিং, তার বাড়ি দুর্গাপুরের বিজোন এলাকায়, বেনাচিতির বাসিন্দা বিপ্লব রায়, ও দুর্গাপুরের এ জন এলাকার বাসিন্দা গণেশ ব্যানার্জি।
ধৃত তিন জনকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজন মঙ্গলবার সন্ধ্যায় কাঁকসার বিদবিহার এলাকায় ফাঁকা রাস্তায় ছিনতাই করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে এলাকাবাসীর সন্দেহ হয়।
স্থানীয়রা ওই তিনজনকে আটক করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দিলে কাঁকসা থানার পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে বুধবার মহকুমা আদালতে পেশ করে।