নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: শুক্রবার ৪,জুলাই :: কলেজের ইউনিয়ন রুম নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানালো সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি। এদিন বারাসাত গভমেন্ট কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বলেন কলেজের ইউনিয়ন রুম গুলো হচ্ছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল।
সেই কারণে কলেজে বসে তারা এতদিন ধরে নানারকম দুর্নীতিমূলক কাজ অসাধূমূলক কাজ করতেন। সেই সব এলাকার তৃণমূলের দাদারা কলেজ ইউনিয়ন রুমে বসে দাদাগিরি চালাতেন। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই ইউনিয়ন রুম বন্ধ করবার জন্য।
অবশেষে হাইকোর্টের রায় পাওয়া গেল এটা যথেষ্ট ভালো বিষয়। তবে মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে কতটা মানবেন তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে বলে বলেন গার্গী চ্যাটার্জি।