এলাকার মানুষ ভালোবেসে তাঁকে “মিনি ব্লাড ব্যাংক” নামে ডাকেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শুক্রবার ১৪,মার্চ :: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং অঞ্চলের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা হরিমোহন রায় নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এক মহান মানবসেবকের ভূমিকা পালন করে চলেছেন।

অর্থনৈতিক কষ্ট আর শারীরিক সীমাবদ্ধতা তাঁর পথ আটকাতে পারেনি। এখন পর্যন্ত ৫৪ বার রক্তদান করে তিনি অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এই অসাধারণ মানবিক কাজের জন্য এলাকার মানুষ ভালোবেসে তাঁকে “মিনি ব্লাড ব্যাংক” নামে ডাকেন।

পেশায় একজন দিনমজুর হরিমোহন রায় প্রতিদিনের জীবনযাত্রার জন্য যে কোনো কাজ গ্রহণ করেন। তাঁর একটি পা ছোট, যার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলায় অসুবিধা হয়। তবু তিনি কৃষিকাজের মজুরিসহ নানা পরিশ্রমী কাজে যুক্ত থাকেন।

তবে তাঁর আসল পরিচয় এক নিঃস্বার্থ রক্তদাতা হিসেবে। যখনই কোনো রোগীর রক্তের প্রয়োজন হয়, তিনি নিজের কাজ ফেলে ছুটে যান সাহায্য করতে।

অভাবের সংসার, স্ত্রী ও দুই সন্তান নিয়ে হরিমোহন রায়ের জীবনসংগ্রাম সহজ নয়। কিন্তু তবুও তিনি নিজের কষ্ট ভুলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর এই মহানুভবতা ও ত্যাগ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =