সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৭,আগস্ট :: এশিয়া কাপের আগে স্বস্তির খবর টিম ইন্ডিয়ার শিবিরে। চোটের ধাক্কা কাটিয়ে ফেরা পেসার জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, তিনি আসন্ন এশিয়া কাপে খেলতে মুখিয়ে আছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সাম্প্রতিক সিরিজে বল হাতে পুরনো ছন্দে ফিরেছেন তিনি।
বুমরাহ বলেন, “এশিয়া কাপ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার বড় মঞ্চ। এখানে খেলতে পারলে ফর্ম ও ফিটনেস দুটোই যাচাই করা যাবে।” তাঁর মতে, এশিয়ার সেরা দলগুলির বিপক্ষে খেলা মানে চাপের পরিস্থিতিতে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ।
টিম ম্যানেজমেন্টও চাইছে, আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বুমরাহ থাকুন দলের নেতৃত্বে। ফলে ভারতের বোলিং আক্রমণে আবারও শক্তি ফেরার আশা দেখা দিয়েছে।